স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে নৌকা প্রতীকে আ’লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘নৌকা শেখ হাসিনার, নৌকা বঙ্গবন্ধুর, নৌকার মেহনতি মানুষের, নৌকা সবার। তাই আ’লীগের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার পক্ষেই কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়া হবে।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌকার মনোনীত পার্থী আরো বলেন, ‘সাংবাদিক রাষ্ট্রের দর্পণ। আর সাংবাদিকদের লেখনীয়তার মধ্য দিয়েই আ’লীগের উন্নয়নমুলক কর্মকান্ডের ধারা গুলো তুলে ধরবেন। সামনে নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে সাংবাদিকদের সঠিক এবং ন্যায়ের মধ্য থেকে সার্বিকভাবে সহযোগীতার আহব্বান করেন তিনি।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেকের সভাপত্বিতে মত বিনিময়ে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন লেবু, এমএ রউফ, জুলফিকুর রহমান, মমিনুল ইসলাম কিসমত, জাকারিয়া জাহাঙ্গীর, এমএ মান্নান, শহিদুল ইসলাম নিরব, ফারুক হোসেন, মোস্তাক আহমেদ, লিমন মিয়া, স্বপন মাহমুদ প্রমুখ।
এছাড়া অন্যানদের মধ্যে- উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন-অর রশিদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর আ.লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।