স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে ৭দিন মেয়াদী গরু মোটাতাজাকরণের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীরবন্দ এলাকার সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের থেকে নেওয়া ৩০ জন আগ্রহী নারী-পুরুষকে এই প্রশিজ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
এ-সময় উপস্থিত ছিলেন- যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা রতন মিয়া, প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউসুফ হোসেন, এছাড়া স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।