স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
বিএনপি-জামায়াতের অপরাজনীতি, নাশকতা ও অবৈধ হরতাল-অবরোধ ব্যর্থ করতে সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নির্দেশে রাজপথে আবারও মরটসাইকেল শোডাউন করেছেন তার কর্মী সর্মথক-আ’লীগে নেতাকর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) বিএনপির ডাকা চতুর্থ দফা হরতালের দ্বিতীয় দিন ব্যর্থ করতে সরিষাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা থেকে পৌরসভার আরামনগন বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মটরসাইকেল শোডাউন করা হয়।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপির নির্দেশনায় মটরসাইকেল শোডাউন পরিচালনা করেন পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।
এ-সময় শোডাউনে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জাহিদ হাসান, সোহেল রানা, সামিউল, রফিকুল ইসলাম, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্ন-সম্পাদক রেজাউল হক সজনু, ছাত্রলীগ নেতা জিএস রাজন সহ অনেকেই।
শোডাউনে আ.লীগ নেতাকর্মীরা বলেন, ‘সরিষাবাড়ীর মাটিতে কোন হরতাল-অবরোধ চলবে না। দোকানপাট, যানবাহন চলাচল সবই সচল থাকবে। ডা: মুরাদ হাসান এমপি নেতৃত্বে আমরা রাজপথেই। বিএনপি-জামায়াতের কোন নাশকতার ছাড় দেওয়া হবে না।