স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আতাউর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এতে তার গোয়াল সহ ৩টি বসতঘরের প্রায় ২০লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে। পরে খরব পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বসতবাড়ীর মালিক আব্দুল হাকিমের ছেলে আতাউর রহমান এবং তার স্ত্রী শিখা বেগম জানান, দুপুরে তাদের পরিবারের লোক জন বাড়িতে ভিতরে অবস্থান করছিলেন। হটাৎ বসতঘরের সাথে গোয়াল ঘরে ধোয়া দেখতে পান স্থানীয়রা। পরে ডাক চিৎকার শুরু হলে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন সমস্ত বসতঘরে ছড়িয়ে পরে। এ-সময় ভয়াবহ অগ্নিকান্ডে- প্রায় ৭০ মণ ধান, নগদ ৪লক্ষ টাকা, ৩ ভরি সোনা, টিভি, ফ্রিজ, খাট, ছুকেজ সহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
নারী ইউপি সদস্য (নুরুন্নাহার) এর স্বামী শাহিন ফকির বলেন, ‘কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে সেটা কেউ বলতে পারে না। তবে তাদের নগদ অর্থ সহ অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ-ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘আগুন লাগার বিষয়টি শুনেছি, অগ্নিকান্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।
এ-বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বলেন, ১২.৪৫ মিনিটে সংবাদ পাওয়া সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ১ঘন্টা অভিযানের পর আগুর নিয়ন্ত্রণে আসে।