স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
আ.লীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার ভিটা এলাকায় এই নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার নুপুরের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী ফাহমিদা বুলবুল কাকলি।
এসময় তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। আগামী নির্বাচনে নারীদের ভোট নৌকার ভোট, নারীদের ভোট শেখ হাসিনার ভোট। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। তার উন্নয়নের সারথি হিসাবে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে আগামী সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলালকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারন ফরিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক রিপন ফকির প্রমুখ।
সমাবেশ উপজেলা ও ইউনিয়ন আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ এবং শত শত নারীদের উপস্থিতি সমাগম ঘটে।