স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
ঢাকা তেজগাঁও থানা আ’লীগের সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। যারা দুর্নীতি হাগামা, লুটতারাজ করে তাদের কখনই তিনি পছন্দ করে না।
শনিবার (২১ অক্টোবর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী আওয়ামী পরিবার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরে জনতার আয়োজনে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের দিক থেকে বিশ্বের বুকে একটি রুল মডেল হিসেবে দাড়করাতে সক্ষম হয়েছেন। তার উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে এদেশের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত দল জামাত—বিএনপি নির্বাচনকে বাধাগ্রন্থ করতে পায়তারা করছে। তা কখনোই সফল হবে না।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ডক্টর হারুন আর রশিদ,
সহ-সভাপতি আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আনিছুর রহমান জুয়েল, আব্দুস সালাম, সামস উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।