মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর:
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চকবেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন সহকারী শিক্ষক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) সকালে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামীম মুজিব জাদা এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সালিমা নাসরিন আরা এবং এম এ জিন্নাহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জুয়েল আশরাফ।
অত্র অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এবং মোঃ জুলফিকার আলী।
বিদায়ী শিক্ষকরা হলেন-প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ দুলাল উদ্দিন, মোঃ লোকমান হোসেন এবং কোহিনুর বেগম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বিগত দিনের কার্যকলাপ নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন।
আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ময়মনসিংহ পলিকটেনিক ইনস্টিটিউটের প্রশিক্ষক মোঃ আল আমিন এবং শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি) মোঃ আশরাফুল ইসলাম স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
পরে বিদায়ী শিক্ষকদের মাঝে ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।