স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার এলিন ট্রেড সেন্টার প্রাঙ্গনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি এবং সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন।
প্রধান অতিথি আনিছুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিলে সরিষাবাড়ীর সকল শ্রেনী-পেশার মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করে যাবো।
কামরাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা আ.লীগের সদস্য আক্তার হোসাইন প্রমুখ।
এ-সময় স্থানীয় আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।