স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে এমপি মুরাদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শিমলা বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার চত্তরে গিয়ে পথসভায় মিলিত হয়। এ-সময় বিক্ষোভ মিছিলে শেষে পথসভায় বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি।
এছাড়া অন্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক কাউন্সিলর কালাচান পাল, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারন সম্পাদক সেলিম আল-মামুন, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব, জিএস রাজন সহ মুরাদ হাসান সমর্থক আ.লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মুরাদ হাসান বলেন, ‘বিএনপি-জামায়াতের কোন অপর্কমকে ছাড় দেওয়া হবে না। তাদের অসৎ উদ্দেশ্য কখনই পুরণ হবে। জামাত বিএনপিকে প্রতিহত করার জন্য আ.লীগ প্রস্তুত আছে। সময় ‘মতই খেলা’ হবে।