স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী-লীগের নৌকা মার্কাকে জয়যুক্ত করতে ‘প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাত’ উপেক্ষা করেই মানুষের ধারে ধারে ঘুরছেন জামালপুর সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ।
গত বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাসের বাড়ী মোড় এলাকায় এক ‘চা চক্রের’ মাধ্যমে আ.লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মানুষের কাছে নৌকার ভোট চান নেতৃবৃন্দরা।
উপজেলা আ.লীগের সহ-সভাপতি এম এ গনির সভাপতিত্বে চা চক্রে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা তেজগাঁও থানা আ.লীগের সভাপতি ও সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মন্টু লাল তেওয়ারি, এডভোকেট শহিদুল ইসলাম, পৌর আ.লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন পল্লব সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
অধ্যক্ষ আব্দুর রশিদ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি ১৮কোটি মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা অনেক কিছু করেছেন। তার মধ্যে অন্যতম হলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে চাউলের কার্ড, ছেলে মেয়েদের উপবৃত্তি, চিকিৎসা সেবা, বাসস্থান পাকা ঘর ইত্যাদি। অন্য কোন সরকার এপর্যন্ত এসব উন্নয়ন করেনি। তাই এদেশের জনগনের জন্য শেখ হাসিনার বিকল্প আর কিছু নেই।