মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর:
জামালপুর সদরের পিয়ারপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পিয়ারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শরিফ উদ্দিন সদর উপজেলার ইটাইল ইউনিয়নের বড় মোল্ল্যাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা হতে ছেড়ে আসা চট্টগ্রামগামী সিক্সডাউন ট্রেনটি পিয়ারপুর রেলস্টেশন অতিক্রম করার সময় পুলিশ সদস্য শরিফ উদ্দিন কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি গুলজার আহমেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।