স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরে গিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অসামাজিক নাচানাচির ভিডিও ভাইরাল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
এঘটনায় গত মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইদ্রিস আলীকে কারণ দশানোর নোটিশ দিয়ে জবাব চেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাতপোয়া ইউনিয়নের চর-জামিরা নবাব আলী দাখিল মাদরাদ্রা গত ২৮ আগস্ট সোমবার শিক্ষা সফরে সিরাজগঞ্জের যমুনা সেতু ইকো পার্কের উদ্দেশ্যে নৌকা ভ্রমনে রওনা দেন। নৌকা ভ্রমণে ডিজে গানের তালেতালে উদ্দাম নাচে মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, ইংরেজী শিক্ষক আক্তারুজ্জামান, শরীর চর্চা শিক্ষক বিল্লাল হোসেন, অফিস সহকারী (কেরানী) জহুরুল ইসলাম সহ কয়েকজন শিক্ষক ও ছাত্রীদের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। শিক্ষক ছাত্রীদের নাচানাচির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে সরিষাবাড়ী উপজেলায়।
নাচানাচির ভিডিওটি এ উপজেলার প্রায় ২সহস্রাধিক ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট দিয়ে প্রতিবাদ জানায়। পরে ঘটনায় মঙ্গলবার ঐ প্রতিষ্ঠানের সুপার ইদ্রিস আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চার দিনের মধ্যে জবার চেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এঘটনায় মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, ‘ঘটনার সময় তিনি নৌকাতে ছিলেন না, পরে তিনি নৌকাতে উঠেছেন। মাধ্যমিক শিক্ষা অফিসার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশের প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ম্যানেজিং কমিটি নিয়ে আলোচনা করা হবে এবং নৌকা ভ্রমণে নাচানাচি করা চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ-বিষয়ে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক বলেন, ‘নৌকা ভ্রমনে তারা কোন অনুমিত নেইনি। ঐ মাদ্রাসার প্রধান শিক্ষককে এঘটনায় জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। খুব শীঘ্রই শিক্ষকদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।