স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির (৩৫ ) লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার ঝিনাই নদী থেকে এ লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকার চর হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শে ঝিনাই নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরনে সাদা চেক শার্ট ও মুখে হালকা দাড়ি রয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখনো তার পরিচয় জানা যায়নি । আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।