স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জন সাধারণের উদ্দেশ্যে বলেন- পুলিশের সেবা গ্রহণের জন্য পুলিশকে কোন অর্থ বা এক কাপ বিনামূল্যের চা ও খেতে দিবেন না। যদি কোন পুলিশ টাকার বিনিময়ে অপরাধের সাথে আপোষ করে তাহলে সেই বিষয়গুলো পুলিশ সুপারকে জানাবেন। তার বিষয়ে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করবো।
শনিবার (১২ আগস্ট) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ মাঠে ‘জন-সচেতনতামূল বিট পুলিশিং মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং দুর্নীতি এ সবের বিরুদ্ধে পুলিশ প্রশাসনে সঠিক ভাবে তথ্য জানান। মাদক সমাজের জন্য অভিশাপ সরূপ, মাদকে রুখতে হলে সবাইকে সচেতন হতে হবে। এ ছাড়া মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে নির্মূলে পুলিশকে সহযোগীতার জন্য আহব্বান জানান তিনি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ.লতিফ, সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কামাল পাঠান, মাদারগঞ্জ সার্কেল সিনিয়র পুলিশ সুপার স্বজল কুমার সরকার প্রমুখ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে মহাদান ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারন সম্পাদক হাসানুল কবির তরফদার রিপন, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম মিন্টু, মহাদান বিট অফিসার এস.আই মুজিবর রহমান সহ থানার সকল পুলিশ সদস্য এবং স্থানীয় স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।