স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
“লাগাও বৃক্ষ বাচাও দেশ, সবুজে সবুজে বাংলাদেশ’” এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের শিমলা বাজার আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও (সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী) প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সার্বিক উদ্যোগে ঐ প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থীর মাঝে এই বৃক্ষ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী, ওমর কাজী সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থীবৃন্দরা।
এ-সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘ পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। এমন প্রতিবাক্যে
বেশি বেশি গাছের চারা বাড়ির আঙিনায় ও খালি জায়গায় রোপণ করতে হবে। পরে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বিদ্যালয় আঙ্গিনার বিভিন্ন জায়গাতে ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করেন।