স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ভিজিএফ) ‘চাউলের স্লিপ’ নিয়ে দরিদ্র নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক। তিনি পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান।
মঙ্গলবার (২০ জুন) সকালে বয়ড়া বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে নিজ হাতে তিনি এইসব কার্ড বিতরণ করেন।
বিতরণ পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আসাদুজ্জামান রুবেল, মোবারক মেম্বার সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বিতরণ কালে চেয়ারম্যান আশরাফুল আলম মানিক মিশন-৯০ নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার উপলক্ষে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ১০কেজি করে (ভিজিএফ) কার্ডে চাউল বিতরণ করা হবে। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের বিশ্বাস যেন আরো দৃঢ় হয় এবং তার অঙ্গীকার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এই চাউলে স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে।