স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
“দুর্নীতি দমনে প্রতিরোধ নয়, দমন নীতিই কার্যকর উপায়” শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে।
উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মুহা: সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও চিলড্রেনস হোম পাবলিক স্কুল অংশ নেয়। প্রতিযোগীতায় পক্ষদল চিলড্রেনস হোম পাবলিক স্কুল বিজয়ী হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।