দ্রুততম সময়ে জামালপুরের শাওন হত্যাকান্ডের মূল আসামী শহীদ গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১০ জুন) রাতে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশনায় অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর আসামী মো: শহিদ মিয়া (৪৫)কে গত রাতে জোকা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনা স্থলের নিকটবর্তী পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত রবিবার (০৪ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় শাওন তার এক বন্ধুকে নিয়ে নান্দিনা নেকজাহান রোডে শাহীন স্কুলের সামনের বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মুক্তার হোসেন বসুর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৫) ধারালো ছুরি নিয়ে অতর্কিতভাবে শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮ টায় শাওন মারা যায়।