✑ মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশনের কার্যক্রম চালু এবং সেখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ করা হয়েছে।
আজ বুধবার (১৭ মে) সকাল সাড়ে নয়টা থেকে নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতির ব্যানারে রেলস্টেশনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও অবরোধের কারণে জামালপুর-ময়মনসিংহ রুটে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। ফলে কয়েক হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স ঘটনাস্থলে গিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন। এতে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা আড়াইটার দিকে জামালপুর-ময়মনসিংহ রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী ও জামালপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, লোকবলের অভাবে দীর্ঘদিন ধরে নরুন্দি রেলস্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় এলাকাবাসী বিক্ষুব্ধ। আজ সকাল সাড়ে নয়টা থেকে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ শতাধিক লোক স্টেশনের লাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ শুরু করেন। রেললাইন অবরোধ করার কারণে ঢাকা থেকে জামালপুরগামী বেসরকারি কমিউটার ট্রেনটি ওই স্টেশনে আটকে থাকে। এ ছাড়া পিয়ারপুর স্টেশনে আন্তনগর তিস্তা এক্সপ্রেস, নান্দিনা স্টেশনে ২৫৬ নম্বর লোকাল ও জামালপুর স্টেশনে ২৫৪ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছিল। এতে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছিলেন।