আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ বলেছেন, ‘আমাদের এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্ব এখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলে।
বৃহস্পতিবার (১০ মে) বিকালে জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, তাঁতীলীগ ও মৎসজীবীলীগে আয়োজিত কর্মী সভাবেশে ও আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সঠিক নেতৃত্বে মাধ্যমে আ’লীগের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করতে হবে। আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি না করে সকল কর্মীদের সুসংঘটিত হয়ে মাঠে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গবেষণা পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এমএ গণি, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবলু, পোগলদিঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি সামস উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল জলিল ফকির, সাতপোয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিক মাস্টার, পিংনা ইউপি সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন জয়, তাঁতীলীগ নেতা হেলালসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।