জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের ১নং কক্ষে স্বাস্থ্য পরীক্ষার এই সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, যেসব হজ যাত্রী ২০২৩ সালের হজ এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন, তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সম্পুর্ণ করার জন্য এই সেবা প্রধান করা হয়। সরিষাবাড়ী উপজেলায় এবছর প্রায় ৮৪ জন হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে।
এ সময় হজ যাত্রীদের স্বাস্থ্য-পরীক্ষা সেবা প্রদান করেন হজ যাত্রী চেকাপ কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা: বদরুল হাসান, সদস্য সচিব ও আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা: জান্নাতুল নাইম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা: বদরুল হাসান জানান, ইতিপূর্বে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জেলায় বা ঢাকাতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি আসার পর এবার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০ জনকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বাকীদের পর্যায়ক্রমে পরীক্ষা করা হবে।