জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেড়ীপটল যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (৭ মে) বিকালে ঝাওয়াইল ইউনিয়নের বেড়ীপটল গ্রামে আনুষ্ঠানিক ভাবে ২০২৩-২০২৪ সালের ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির ঘোষণা অনুযায়ী সংগঠনের সভাপতি হিসেবে এসএম ইমরুল (ইব্রাহীম) এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এছাড়া সংগঠনের অন্যান্য পদে রয়েছেন যারা তারা হলেন- ইমরান সরকার (সিনিয়র সহ-সভাপতি), মারুফ হাসান (সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক), ফাহিম আল মামুন- (সাংগঠনিক সম্পাদক), ফয়সাল আহাম্মেদ (অর্থ বিষয়ক সম্পাদক), শরিফুল ইসলাম (স্মরণ -শিক্ষাও বৃত্তি বিষয়ক সম্পাদক), শরিফুল ইসলাম (সমাজসেবা বিষয়ক সম্পাদক), জুয়েল রানা- (ক্রীড়া সম্পাদক) ইউসুফ আলী (প্রচার সম্পাদক), সাজেদুল ইসলাম সুজন (দপ্তর সম্পাদক)।
আরো রয়েছেন সহ-সভাপতি হিসেবে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬জন, সহ সাংগঠনিক সম্পাদক ৬জন ও কার্যনির্বাহী সদস্য ১১জন করে বেড়ীপটল যুবসমাজ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ২০০৮সালে থেকে এই সংগঠনটির যাত্রা শুরু করেন। দীর্ঘ ১যুগ যাবত এই সংগঠনের কাজ চলমান। এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীর ও সচেতন যুবকদের নিয়ে সংগঠনটি যাত্রা করেন। গ্রামের দুস্থ্য অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানোই মুল লক্ষ্য। লেখাপড়া, ঈদ সামগ্রী বিতরণ, কাপড়-চোপড় বিতরণ, খেলাধুলার আয়োজন ইত্যাদি বিভিন্ন মানব সেবায় এই সংগঠনটি কাজ করছেন।