বর্ণিল সাজে সেজে বাংলা নববর্ষ ১৪৩০-এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি বকুলতলা থেকে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায় শোভাযাত্রায় নানা শ্রেণির মানুষ অংশ নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য—’বরিষ ধরা মাঝে শান্তির বারি।’