জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ও সম্মেলন সফল করতে সরিষাবাড়ীতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি বাসন্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে যমুনা সার কারখানার প্রধান গেট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কান্দারপাড়া সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়কে এক পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, তাকুয়া পরিবহনের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির নেতা মঈনুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান লতিফ, যুবলীগ নেতা রাসেল মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (প্রার্থী) আলিফ আরাফাত আলভী সহ স্থানীয় নেতৃবৃন্দ।