জামালপুরের সরিষাবাড়ীতে ‘চাইল্ড কেয়ার একাডেমী’ শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ২০২২ এর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুর পাড় সংলগ্ন) শিক্ষাপ্রতিষ্ঠানের চত্তরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক জে.এইচ মানিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুজ্জামান লিটন। এছাড়া অন্যান্য শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন- হিরো মিয়া, আসাদুল্লাহ আসাদ, ইমন আহমেদ, হৃদয় হাসান, আসাদ মিয়া, মিনহাজুল ইসলাম প্রমুখ।
এ-সয়ম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অত্র প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারেন এমন অভিমত প্রকাশ করেন।
তারা আরো বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরে বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।