ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগীতায় মাল্টি পার্টি এডভোকেসী ফোরাম জামালপুর এর পক্ষ থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় শহরের সকাল বাজারে মাস্ক সহায়তা প্রদান করা হয়, এ সময় উপস্থিত ছিলেন (ডি আই) ফেলো জামালপুর শহর আওয়ামীলীগের সভাপতি বাবু বিজন কুমার চন্দ্র, জেলা বিএনপি’র দফতর সম্পাদক (ডি আই) মাষ্টার ট্রেইনার মাওঃ গোলাম রব্বানী। (MAF) জামালপুর এর সাধারন সম্পাদক, জামালপুর শহর বিএনপি’র সদস্য সচিব, শাহ্ মোঃ আব্দুল্লাহ্ আল-মাসুদ, (MAF) এর সভাপতি জামালপুর শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আওয়াল ডনি, জামালপুর জেলা বিএনপি’র সহ-দফতর সম্পাদক শাহ্ গাউছূল আযম শাহীন, (ডিআই) ফেলো মাষ্টার ট্রেইনার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা। (ডিআই) ফেলো জেলা ছাত্রদল নেতা (MAF), জামালপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্জুরুল করিম সুমন, (ডিআই) মাষ্টার ট্রেইনার পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী (MAF)এর সহ-সভাপতি মণিরা চৌধুরী ডি আই ফেলো বলে বিশিষ্ট আইনজীবি এড.রাশেদুল ইসলাম খোকন’সহ সম্মানীত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Subscribe
Login
0 Comments
Oldest