‘মিশন ৯০’ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর অবশেষে ঝুঁকিপূর্ণ সেই জোড়া-ব্রিজের দিকে নজর পড়েছে কতৃর্পক্ষের। সংস্কার কাজ শুরু করেছেন সড়ক ও জানপথ বিভাগ।
মঙ্গলবার (৭ জুন) সকালে সরিষাবাড়ী জোড়া-ব্রিজে চলমান সংস্কার কাজের এমন চিত্র দেখা যায়।
আরও পড়ুন: সরিষাবাড়ী জোড়া-ব্রিজ যেনো মরণফাঁদের কূপ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভা ঘেঁষা ও পোগলদিঘা ইউনিয়নের সাইনঞ্চারপাড় এলাকা দিয়ে প্রবাহিত খালের উপড় নির্মিত এই জোড়া ব্রিজটি। ব্রিজটি আনুমানিক প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে।
জানা যায়, ব্রিজটি স্থাপনের ফলে প্রধান তিনটি রাস্তা সংযোগ হয়েছে। ব্রিজের একপাশ দিয়ে দিগপাইত-সরিষাবাড়ী বাসন্ট্যান্ড-তারাকান্দি-ভুয়াপু
আরো পড়ুন: জোড়া-ব্রিজ যেন মরণ ফাঁদ কূপ: এই প্রতিবেদন করায় পরিদর্শনে মেয়র
এ-বিষয়ে পৌরসভার মেয়র মনির উদ্দিন বলেন, জোড়া-ব্রিজটি পরিদর্শনে গিয়েই সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলি। পরে দুরর্ঘটনা এড়াতে দ্রুত তারা ব্রিজে রেলিং গুলো সংস্কার শুরু করছেন।
এ-ব্যাপারে জামালপুর উপ-সহকারী প্রকৌশলী (সড়ক ও জনপথ) কর্মকর্তা মো: আশরাফুল হক বলেন, সরিষাবাড়ী এই জোড়া-ব্রিজটির রেলিং গুলো ভেঙে যাওয়ায় চলাচলের ঝুঁকিপূর্ণ ছিলো। বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত সংস্কারের কাজ চলছে।