জামালপুর

প্রধানমন্ত্রী’কে নিয়ে কটূক্তি: অধ্যক্ষ আব্দুর রশিদের নির্দেশে বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারন সম্পাদকের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর-রশিদ এর নির্দেশনায়, পৌর ছাত্র লীগের নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

পরে পৌরসভা থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্তর হয়ে বঙ্গবন্ধু কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মুখর বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক (পদপ্রার্থী) মাহমুদুল হাসান পুর্ণ, উপজেলা ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক সৈকত, যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিত, বাচ্চু, হাসান, জিসান, সাতপোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান শাকিল প্রমুখ। 

এসময় বক্তারা ছাত্রদলের এমন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন। এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে আ’লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker