উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব আবুল হোসেন বলেছেন- আমি যেন সারা’জীবন গরীব মানুষের সেবা করতে পারি এই দোয়া চাই আপনাদের কাছে। আমি আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। আপনারা সেটা সম্মানের সহিত গ্রহণ করবেন। রবিবার (১মে) সকালে পোগলদিঘা মহাবিদ্যালয় কলেজ মাঠে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ কালে তিনি এ কথা বলেন।
আবুল হোসেন আরো বলেন, সারাদেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে দেশের অসহায় গরীব মানুষের মাঝে ভাতা, টিসিবি, ভিজিডি, ভিজিএফের চাউল বিতরণ করে সহায়তা করছেন। তার ধারাবাহিকতায় আমি সামান্য একজন কর্মী হিসেবে পোগলদিঘা ইউনিয়নের অসহায় মানুষের জন্য আমার কিছু ঈদ উপহার নিয়ে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে সারাজীবন আপনাদের এভাবেই সেবা করে যেতে পারি।
এ সময় হতদরিদ্র প্রায় ১ হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত বিতরনে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পোগলদিঘা কলেজের অধ্যক্ষ মহেসেনা খাতুন, হাফেজ মওলানা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য রুবেল, আবিদসহ স্থানীয় নেতৃবৃন্দরা।