‘ওরা আমার ছেলে’রে মেরে ফেলেছে’, আমি হত্যাকারীদের শাস্তির দাবিতে দু’হাত তুলে আইনের কাছে বিচার চাই। সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি ফেরত নিহত মিজানুর রহমান আব্দুল্লাহ (২৫) এর ‘মা মেহেরুন বেগম কান্নার আহাজারি’তে এমন বিচার দাবি করেন মানববন্ধনে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এলাকাবাসী উপজেলার সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয় মাঠে এই হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
জানা যায়, চর নান্দিনা গ্রামের আমজাদ আলীর একমাত্র ছেলে মিজানুর রহমান আব্দুল্লাহ ২২ ফেব্রুয়ারী নিখোঁজ হন। ২৫ ফেব্রুয়ারী বাড়ির পাশের ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে। আব্দুল্লাহ্ সৌদি থাকা অবস্থায় একই গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী কল্পনা বেগম (৩৫) তার কাছ থেকে টাকা হাওলাত নেয়। দেশে ফিরে সে টাকা ফেরত চাইলে কল্পনা বেগম (৩৫) তাকে নানা হুমকি দেয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযোক্ত আসামীরা হলেন- কল্পনা বেগম, কবির, শাহিন, শিহাব, চম্পা বেগম, সাইদুল, শফিউল্লা, আব্দুল মালেক। তবে এঘটনায় থানায় মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করছে না বলেও জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, নিহতের বাবা আমজাদ হোসেন, ইউপি সদস্য আফজাল হোসেন, স্থানীয় আব্দুল মোতালেব চাঁন, নিহতে স্ত্রী সোনা মনি, উজ্জল মিয়া প্রমুখ। এসময় বক্তরা হত্যাকাণ্ডে জড়িত সব আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক বলেন, এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলেছে।