জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরিষাবাডী অনার্স কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীর বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তি ২৬টি স্টল বসে। প্রাণী সম্পদ প্রর্দশনীর স্টল পরির্দশন শেষে প্রর্দশনীর উদ্বোধনী সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ফাইযুর ওয়াসীমা নাহাত।
এ সময় সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) চিকিৎসক মুহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক জুলকাফর রাজীব প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক জুলকাফর রাজীব জানান, স্থানীয় লোকজনকে পশুপালনে আগ্রহ বাড়াতে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।