জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম বেড়েই চলছিল। তারা নানা প্রলোভন দেখিয়ে সরলমনা রোগীদের নাম সর্বস্ব নানা ক্লিনিকে নিয়ে যেত। বিনিময়ে ওই ক্লিনিকগুলো থেকে দালালরা পায় কমিশন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের মামুনের স্ত্রী মনিকা বেগম, শিমলাবাজার এলাকার বিউটি খাতুন, ধানাটা গ্রামের মিনা আক্তার, আরামনগর বাজারের রত্মা খাতুন ও পোগলদিঘা ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের জোছনা খাতুনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপমা ফারিসা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ বদরুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে হাতেনাতে ওই দালালদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বেড়ে গিয়েছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।