জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউপি নির্বাচনে প্রচারণায় বাঁধা, সমর্থকের বাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং সুষ্ঠ নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২১জানুয়ারি) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নলসন্ধা গ্রামের পশ্চিম মীরকুটুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম এ মানববন্ধন করেন।
মানববন্ধনে নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্ধী মোরগ প্রতীকের প্রার্থী সুরুজ্জামান আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে প্রশাসন দিয়ে হয়রানী ও বাড়ী বাড়ী গিয়ে হামলা ভাঙচুর, লুটপাট করেছে।
এ ছাড়াও ফুটবল প্রতীকের প্রচারণা না করতে কর্মী-সমর্থকদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারী সুষ্ঠ ভোট নিয়ে শংকায় রয়েছি আমি ও সাধারণ ভোটাররা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফুটবল প্রতীক প্রার্থীর বড় ভাই আব্দুল হাই মেম্বার, খবির উদ্দিন, মকবুল হোসেন, শাহজাহান শেখসহ এলাকার ৫ শতাধিক সাধারণ ভোটাররা।