ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপন বলেন- উন্নয়নের জন্য নৌকার বিকল্প কিছুই নেই। তাই নৌকাকে যেকোন মুল্যে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বরে নৌকা জয় হবেই হবে। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবালিয়া এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চেয়ারম্যান হলে অবশ্যই উন্নয়ন হবে। বিশেষ করে ১নং ওয়ার্ডের রাস্তা ঘাট অনেক দুর-অবস্থা। সামনের নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানালে আপনাদের দাবি পুরনের জন্য জীবন দিয়ে হলেও সর্বস্ব চেষ্টা করবো।
এ সময় নির্বাচনি পথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক ফজলুল হক ফজলু, উপজেলা যুবলীগ সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বাবু অজয় কুমার ভুমি, বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, উপজেলা আ.লীগ সদস্য আব্দুল জলিল ফকির, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাই বাবুল, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রাসেল মাহমুদ বাচ্চু, ওয়ার্ড ছাত্রলীগের (সভাপতি প্রার্থী) মাসুদ রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।