জনগনের ধারে ধারে ঘুরছি, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। আমাদের নৌকার বিজয়কে কোন অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না। কালো টাকার লোভ দেখিয়ে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সাধারণ জনগনের ভোট নেওয়া যায় না। জনগন এখন সচেতন, তাদের ভোট দেখে শুনে সঠিক প্রার্থী কেই দিবে। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড়ে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডোয়াইল ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকার বিকল্প কোন কিছুই নেই। তাই আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নৌকা মার্কায় সবাইকে ভোট দিতে হবে।
এ সময় নির্বাচনি (প্রচারণা মিছিল) জনসংযোগে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক অজয় কুমার ভুমি, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হেদায়াতুল হেদায়, আ’লীগের আব্দুল জলিল ফকির, ফারুক ফকির, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কেএম রফিকুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।