সরিষাবাড়ীতে রাস্তা ও জনমানবহীন চরে কোটি টাকার ব্রিজ নিমার্ণ: ভোগান্তিতে এলাকাবাসী
ব্যাহত কৃষি, শিক্ষা ও চিকিৎসা সেবা সড়ক ও সচল ব্রিজের অভাবে চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না।
জামালপুরের সরিষাবাড়ীতে যাতায়াতের সড়ক ও জনবসতিহীন দুর্গম চরে নির্মাণ করা হয়েছে কোটি টাকার ব্রিজ। যাতায়াতের রাস্তা না থাকায় এই প্রকল্প কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। উল্টো এক বছর ধরে কাজ বন্ধ থাকায় উন্মুক্ত স্থানে পড়ে থাকা রড ও নির্মাণ সামগ্রীতে মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ।
সড়কহীন প্রকল্পের নেপথ্যে ২ কোটি ২৬ লাখ টাকা
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ রাস্তায় সেতু নির্মাণের আওতায় আওনা ইউনিয়নের ঘুইষ্ণার চর এলাকায় ২ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ১১৪ টাকা ব্যয়ে দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এবিএম ফয়সাল কনস্ট্রাকশন কাজ শুরু করলেও বর্তমানে প্রকল্পের বাস্তব অগ্রগতি নেই বললেই চলে।
ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ
চরের বাসিন্দা খবির উদ্দিন ও আমেনা বেওয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে চলাচলের জন্য কোনো রাস্তা নেই, সেখানে কোটি টাকার ব্রিজ দিয়ে আমাদের লাভ কী? আগে আমাদের যাতায়াতের রাস্তা দরকার ছিল। এখন এই ব্রিজ পর্যন্ত পৌঁছাতেও আমাদের নৌকা দিয়ে নদী পার হতে হয়।” রাস্তা না থাকায় কৃষি পণ্য বাজারজাতকরণ এবং চিকিৎসা সেবায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কুলপাল, কাজল গ্রাম ও কুমারপাড়ার বাসিন্দাদের।
কর্তৃপক্ষ ও ঠিকাদারের বক্তব্য
ঠিকাদার মো. মকবুল হোসেন দুর্গম এলাকার অজুহাতে কাজ বিলম্বের কথা স্বীকার করলেও দ্রুত শেষ করার আশ্বাস দেন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল জানান, এটি আগের কর্মকর্তার সময় নির্ধারিত স্থান। তবে তিনি দাবি করেন, ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।