ত্রয়োদশ সংসদ নির্বাচন: সরিষাবাড়ীর ডোয়াইলে বিএনপির নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন
আলাউদ্দিন সরকার আহ্বায়ক ও মোশাররফ হোসেন মুসা সদস্য সচিব নির্বাচিত; ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মোসেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি লিটন মিয়া।
সভায় উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন সরকারকে আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসাকে সদস্য সচিব করে কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রোকুনোজ্জামান লিটন, আক্তার হোসেন এবং জহিরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকেই প্রস্ততি গ্রহণ করা হচ্ছে। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে এই কেন্দ্র কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।