মাদারগঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক; হুমকিতে কৃষি ও পরিবেশ
বালিজুড়ী ইউনিয়নে ৩টি ভেকু দিয়ে চলছে মাটি লুট; উর্বরতা হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ কৃষকরা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি কাটার ঘটনা বেড়েই চলেছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে স্থানীয় কৃষি জমি ও সামগ্রিক ফসল উৎপাদন। রোববার (১১ জানুয়ারি) উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চাঁদপুর মৌজায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন, রব্বানী, সোহরাব ও বকুল নামে এক শ্রেণির অসাধু চক্র তিনটি ভেকু মেশিন দিয়ে দিনরাত মাটি কেটে বিক্রি করছে। এতে করে পার্শ্ববর্তী কৃষকরা সেচ সমস্যা ও জমি ধসে পড়ার শঙ্কায় চরম ভোগান্তিতে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রভাবশালী চক্রের চাপে অনেক সময় তাঁরাও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে এলাকায় দ্রুত কমে যাচ্ছে তিন ফসলি জমি। কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ায় আগামীতে বড় ধরনের খাদ্য ঘাটতির আশঙ্কা দেখা দিচ্ছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, “ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযানের দাবি স্থানীয়দের।