১৪ দিন ধরে নিখোঁজ সরিষাবাড়ীর শান্তনা রাণী দাস; দিশেহারা পরিবার
ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফেরেননি গৃহিণী; সরিষাবাড়ী থানায় জিডি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শান্তনা রাণী দাস (৪০) গত ১৪ দিন যাবত নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের লিটন চন্দ্র দাস এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর শেষ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন শান্তনা। স্বামী লিটন চন্দ্র দাস জানান, তাঁদের ২১ বছরের বিবাহিত জীবনে শান্তনার কোনো শত্রু ছিল না। নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এক মেয়ে ও দুই ছেলের জননী শান্তনাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
পরিবারের এই বিপদের মুহূর্তে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।