মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু; চিকিৎসকের গাফিলতির অভিযোগ স্বজনদের
হাসপাতালে আনার পর মৃত ঘোষণা; স্বজনদের বিক্ষোভ ও চিকিৎসকদের সাফাই
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হাসান (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় বালিজুড়ী পশ্চিম পাড়ার হাসান আলী ফকিরের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, সঠিক পরীক্ষা না করেই হৃদয়কে মৃত ঘোষণা করা হয়েছে। তবে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী বলেন, “আমরা বিপি, পালস ও ইসিজি করে দেখেছি রোগী মৃত। পুলিশি ঝামেলার ভয়ে স্বজনরা মরদেহ নিয়ে গিয়েছিলেন, পরে আবার ফিরে আসলে পুনরায় নিশ্চিত করা হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হয়নি। এদিকে সেনাবাহিনীর ক্যাম্পে কর্মরত থাকা এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।