মাদারগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের প্রধান অতিথিত্বে অনুষ্ঠান সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার আব্দুল আলিম মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক এবং জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আলহাজ মাসুদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া ও হাফিজুর রহমান সাকু। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনসহ অন্য অন্য দলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার। এ সময় পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর ও সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।