মাদারগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ’ লীগ নেতা
৫ ঘণ্টার জন্য কারামুক্তি পেলেন সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার; জানাজা শেষে পুনরায় কারাগারে প্রেরণ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদার ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাঁকে এই মুক্তি দেওয়া হয়।
প্রেক্ষাপট: গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তাঁর মা মনোয়ারা বেগম। শেষবারের মতো মায়ের মুখ দেখতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি দেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ নিশ্চিত করেছেন যে, জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বদরুল আলম সরদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। গত ২০ নভেম্বর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।