মাদারগঞ্জে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
“কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো” স্লোগানে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ; মেধার ভিত্তিতে মিলবে আকর্ষণীয় পুরস্কার
“কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসায় এই পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাটি তত্ত্বাবধান করেন কিশোর কণ্ঠ জামালপুর প্রতিনিধি সালমান ফারসী এবং পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা শাখার রমজান আলী।
কেন্দ্র পরিদর্শন ও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, হলি মিশনের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, পরিচালক আতিকুর রহমান সেলিম এবং মাদারগঞ্জ কিশোর কণ্ঠ প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারীদের মেধার ভিত্তিতে ১ম, ২য়, ৩য় এবং সাধারণ গ্রেড অনুযায়ী পুরস্কৃত করা হবে। শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশে এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।