‘এই ক্রান্তিলগ্নে তাঁর উপস্থিতি বড়ই প্রয়োজন, সকলেই দোয়া করবেন খালেদা জিয়ার জন্য’
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের বক্তব্য; ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুর সরিষাবাড়ী উপজেলার বিএনপির সম্মানিত সদস্য ও ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৭ বছর বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবা না দিয়ে তিলে তিলে মারতে চেয়েছিলেন। অসুস্থ হলেও তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। আজকে বেগম খালেদা জিয়ার এমন অবস্থার জন্য সৈরাচারি আ.লীগ দায়ী।’
তিনি আরও বলেন, ‘তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর উপস্থিতি বড়ই প্রয়োজন। সকলেই দোয়া করবেন খালেদা জিয়ার জন্য।’
গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় ডোয়াইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলের শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে প্রায় কয়েক শতাধিক মানুষ মোনাজাতে শরিক হন।