দুবাইয়ে ভারী সরঞ্জামের নিচে চাপা পড়ে বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জের আনোয়ার হোসেনের বিদেশে কর্মরত অবস্থায় প্রাণহানি; দুই মাস পর দেশে ফেরার কথা ছিল ইয়াসিন আরাফাত, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের গাবেরগাম এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৩) দুবাইয়ে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে মেশিন মেরামতের কাজ করার সময় হঠাৎ ভারী সরঞ্জাম নিচে পড়ে তাঁর ওপর চাপা পড়ে। বাংলাদেশ সময় ৩ ডিসেম্বর রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আনোয়ারের মৃত্যুর খবর শুনে দেশে থাকা তাঁর স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। দেড় বছরের বেশি সময় ধরে প্রবাসে থাকা আনোয়ারের আর মাত্র দুই মাস পরেই দেশে ফেরার কথা ছিল। ঘরে তিনি মা, বাবা, স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে গ্রামজুড়ে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।