মাদারগঞ্জে ইউএনও নাদির শাহকে বিদায় সংবর্ধনা
প্রায় ১ বছর দায়িত্ব পালনের পর দিয়ারা অপারেশন ঢাকা চার্জ অফিসার হিসেবে বদলি; বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট প্রদান
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির শাহের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহম্মেদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, অধ্যাপক রকিব লিটন, প্রধান শিক্ষক নাজমা জাহান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা।
পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ইউএনও নাদির শাহকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি মাদারগঞ্জে প্রায় ১ বছর দায়িত্ব পালন শেষে এখন দিয়ারা অপারেশন ঢাকা চার্জ অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। বিদায় অনুষ্ঠানে তিনি মাদারগঞ্জবাসীর দোয়া কামনা করেন।