খাদ্যবান্ধব চাল কম দেওয়ার অভিযোগ ডিলার দেশ এন্টারপ্রাইজের বিরুদ্ধে
মাদারগঞ্জে কার্ডপ্রতি ২ কেজি চাল কম দেওয়ায় ৯৪৬ কেজি চাল আত্মসাৎ; গ্রাহকদের মাঝে ক্ষোভ, ডিলারের নীরবতা
জামালপুরের মাদারগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মেসার্স দেশ এন্টারপ্রাইজ ডিলারশিপের বিরুদ্ধে।
কার্ডপ্রতি ৩০ কেজি দেওয়ার কথা থাকলেও সরেজমিনে দেখা যায়, গ্রাহকদের ২৮ কেজি ২০০ গ্রাম থেকে ২৮ কেজি ৬০০ গ্রাম পর্যন্ত চাল দেওয়া হচ্ছে। এতে প্রতি গ্রাহকের কাছ থেকে গড়ে ২ কেজি করে মোট প্রায় ৯৪৬ কেজি চাল অতিরিক্ত থেকে যাচ্ছে ডিলারের গুদামে।
কোয়ালিকান্দী ও তেঘরিয়া গ্রামের মোট ৪৭৩ জন গ্রাহক এই ডিলারের আওতাধীন। এলাকাবাসীর অভিযোগ—ভয়ে তারা ডিলারকে কিছু বলতে পারেন না। ডিলার **গোলাম কাদির (রবিউল মাস্টার)** এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ গোলাম হোসেন বলেন, “আমরা সকালে পরিদর্শন করে কয়েকজন সুবিধাভোগীর কাছ থেকে কম চাল দেওয়ার অভিযোগ পেয়েছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”