দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ পেলো যমুনা সার কারখানা
২০২৪ সালের জানুয়ারি থেকে বন্ধ থাকা কারখানায় সংযোগ দিয়েছে তিতাস; সার উৎপাদনে যেতে লাগবে প্রায় দুই সপ্তাহ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২৩ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়, যার ফলে ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।
গত সোমবার (২৪ নভেম্বর) রাতে যমুনা সার কারখানার (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানা সচল করে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে যেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে।
জানা যায়, ১৯৯১ সালে ইউরিয়া উৎপাদন শুরু করা এই কারখানায় প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয়, যা কারখানার ‘কমান্ড এরিয়ার’ ১৯ জেলায় সরবরাহ করা হয়ে থাকে।
দীর্ঘ ২৩ মাস ধরে গ্যাস সংযোগ দিয়ে সার কারখানা চালুর দাবিতে শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিক্ষোভ ও মানববন্ধন করে এসেছেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গ্যাস সংযোগ পেলো যমুনা সার কারখানা।