মাদারগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মোসলেবাদ আইগেনী পাড়ায় বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার একমাত্র মেয়ে তাসনিয়ার মরদেহ
জামালপুরের মাদারগঞ্জে পুকুরে পানিতে পড়ে তাসনিয়া (২) নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তারপাড়া মোসলেবাদ আইগেনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া মালয়েশিয়া প্রবাসী বাদশা মিয়ার একমাত্র মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে তাসনিয়া বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর মসজিদের মাইকেও নিখোঁজ ঘোষণা করা হয়। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
দুর্ঘটনার সময় তাসনিয়ার মা পাশের বাড়িতে ধান শুকানোর কাজে ছিলেন। বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজা শুরু করেন এবং পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটিকে হারিয়ে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।