সৌদি ফেরত যুবককে অজ্ঞান করে লুট: ৬০ ঘণ্টা পর জ্ঞান ফিরল মন্টুর
মাদারগঞ্জের মন্টু মিয়া বিদেশ থেকে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে; প্রতারণা ও সর্বস্ব হারানোর পর সরকারি সহায়তার আবেদন
জামালপুরের মাদারগঞ্জের সৌদি আরবফেরত যুবক মন্টু মিয়াকে অজ্ঞান করে মালামাল লুট করেছে অজ্ঞান পার্টি। ৬০ ঘণ্টা অচেতন থাকার পর রোববার রাতে তাঁর জ্ঞান ফিরে আসে।
মন্টু মিয়া পরিবার সূত্রে জানান, সাড়ে ৫ লাখ টাকায় চুক্তিতে মির্জাপুরের দালাল মিন্টুর মাধ্যমে সৌদি আরবে যান তিনি। কাজ না পেয়ে সেখানে চরম ভোগান্তিতে পড়েন, ঋণ করে দেওয়া সাড়ে ৪ লাখ টাকার বাইরেও দালাল আরও ১ লাখ টাকা নিয়ে নেয়। কাজ না পাওয়ায় ১৬ দিন সৌদি আরবের জেলেও থাকতে হয় তাঁকে।
গত শুক্রবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর পর সিএনজিতে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা নেশাযুক্ত দ্রব্য খাইয়ে তাঁকে অচেতন করে দুইটি মোবাইল, ৭০০ রিয়াল, পাসপোর্টসহ সব মালামাল ছিনিয়ে নেয়।
জ্ঞান ফিরে মন্টু সংবাদমাধ্যমকে জানান, “বিদেশে দালালের প্রতারণায় নিঃস্ব হয়েছি, দেশে এসেও অজ্ঞান পার্টির হাতে সব হারালাম। ঋণের বোঝা মাথায়। সরকারি সহায়তা ও বিত্তবানদের সহযোগিতা চাই।”